সোমবার (২৭ আগস্ট) জৈব জ্বালানি দিয়ে প্রথমবারের মতো সফলভাবে প্লেন উড়িয়েছে দেশটি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, অ্যাভিয়েশনে ব্যয় কমানোর জন্য টার্বাইনের পরিবর্তে জৈব জ্বালানি ব্যবহার করে পরীক্ষামূলকভাবে প্লেনটি ওড়ানো হয়।
স্পাইসজেট এক বিবৃতিতে জানায়, জৈব জ্বালানি সাধারণত নবায়নযোগ্য উৎস থেকে তৈরি করা হয। যেমন কৃষি, অ-ভোজ্য তেল প্রভৃতি থেকে।
বিবৃতিতে আরও বলা হয়, জৈব জ্বালানি দিয়ে চালিত প্লেন যাত্রা আরও ভালো হবে। টার্বাইনের বদলে জৈব জ্বালানি ব্যবহারে খরচও অনেক কমে যাবে।
পরীক্ষামূলক প্লেন উড্ডয়নের জন্য জৈব জ্বালানি প্রস্তুত করে দেরাদুনভিত্তিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পেট্রোলিয়াম। এক্ষেত্রে প্লেনের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতকর্তার বিষয়টিও মাথায় রাখা হয়।
দেশটির এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানান, উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্রা সিং রাওয়াত প্লেনটি উড্ডয়নের জন্য ফ্ল্যাগ ওড়ান। প্লেনটি দেরাদুনের জোল্লি গ্রান্ড এয়ারপোর্ট থেকে ছেড়ে যায়। পরীক্ষামূলক প্লেন উড্ডয়নে কর্মকর্তাসহ ২০ জন আরোহী ছিলেন। প্লেনটি মোট ২৫ মিনিট উড্ডয়ন করে।
প্লেনটি দিল্লিতে অবতরণের সময় এয়ারপোর্টে উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি, সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী সুরেশ প্রভু, পেট্রোরিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্রে প্রধান প্রমুখ।
স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়, পরীক্ষামূলকভাবে প্লেনটি উড্ডয়নের জন্য ২৫ শতাংশ জৈব জ্বালানি এবং ৭৫ শতাংশ টার্বাইন ব্যবহার করা হয়েছে।
উন্নত দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ইতোমধ্যে প্লেনে জৈব জ্বালানি ব্যবহার করেছে। এবার বিশ্বের এ দেশগুলোর তালিকায় যুক্ত হলো ভারত।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
এএইচ/এএ