ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে আসছে উড়ন্ত কার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৮
জাপানে আসছে উড়ন্ত কার! আগামী দশকেই জাপানে চলবে উড়ন্ত কার (প্রতীকী ছবি)

ঢাকা: আগামী দশকেই জাপানে চলবে উড়ন্ত কার বা গাড়ি। সেজন্য দেশটির একটি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের সঙ্গে মিলে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক উবার টেকনোলজিস ইনকরপোরেশন ও ফ্রান্সভিত্তিক ইউরোপিয়ান প্রতিষ্ঠান এয়ারবাস। উড়ন্ত কারের জন্য আকাশপথের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও কাজ শুরু হচ্ছে শিগগির।

গত শুক্রবার (২৪ আগস্ট) জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দেয়, উড়ন্ত কারের জন্য চার কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ ব্যয় করবে তারা। এ অর্থ উড়ন্ত কারের উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, মটর ও অন্যান্য যন্ত্রাংশ তৈরি করতে খরচ করা হবে।

 

বিশ্লেষকরা বলছেন, উড়ন্ত কার বাজারে এলে বড় বড় শহরগুলোতে তীব্র জ্যাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।  

আগামী বুধবার (২৯ আগস্ট) উড়ন্ত কার নির্মাণ প্রকল্পের জন্য প্রথমবারের মতো বৈঠকে বসবেন সংশ্লিষ্টরা।  

তারা বলছেন, ভাবনার চেয়েও উড়ন্ত কার এখন বাস্তবের খুব কাছাকাছি। তাছাড়া অনেক কোম্পানিই এ ব্যাপারে বেশ আগ্রহী।

ইউনিভার্সিটি অব টেক্সাসের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগী অধ্যাপক জয়নত সিরোহি বলেন, ইউনিভার্সিটি অব টেক্সাস নতুন এ প্রযুক্তিতে অবদান রাখতে বদ্ধপরিকর।

যানবাহন চলাচল একেবারে প্রযুক্তিনির্ভর করে ফেলার পরিকল্পনার অংশ হিসেবে গত বছর জাপান সরকার ঘোষণা দেয়, ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আসরে তারা রাজধানী টোকিওতে চালকবিহীন এক ধরনের ট্যাক্সি নামানোর জন্য কাজ করছে।  

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।