ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সামনের মাসেই পুতিন-জিনপিং বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
সামনের মাসেই পুতিন-জিনপিং বৈঠক

আগামী মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকের পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক পরিষদের (ইইএফ) সম্মেলনের ফাঁকে এ বৈঠক করবেন দুই নেতা।

সোমবার (২৭ আগস্ট) রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, ১১-১৩ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ইইএফের সম্মেলনে এশিয়ার অনেক নেতা যোগ দেবেন।

সেখানেই এক ফাঁকে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পর বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই দেশের প্রেসিডেন্ট।

তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা নিয়ে কিছু বলেননি পেসকভ।

মধ্যপ্রাচ্য ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিবাদ দীর্ঘদিন থেকেই প্রকাশ্য। আর আমদানি পণ্যে পাল্টাপাল্টি শুল্কারোপের জের ধরে চীনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা স্পষ্ট। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী’ দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।