সোমবার (২৭ আগস্ট) রুশ প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, ১১-১৩ সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ইইএফের সম্মেলনে এশিয়ার অনেক নেতা যোগ দেবেন।
তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা নিয়ে কিছু বলেননি পেসকভ।
মধ্যপ্রাচ্য ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিবাদ দীর্ঘদিন থেকেই প্রকাশ্য। আর আমদানি পণ্যে পাল্টাপাল্টি শুল্কারোপের জের ধরে চীনের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা স্পষ্ট। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী’ দুই দেশের প্রেসিডেন্টের বৈঠকটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা।
বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এইচএ/