ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে পুলিশ পরিবারের ১১ সদস্যকে অপহরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
কাশ্মীরে পুলিশ পরিবারের ১১ সদস্যকে অপহরণ কাশ্মীরে টহল জোরদার করা হয়েছে (সংগৃহীত ছবি)

ভারতের দক্ষিণ কাশ্মীরের চার জেলায় ছয় পুলিশ সদস্যের ১১ স্বজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।    

বৃহস্পতিবার (৩০ আগস্ট) কাশ্মীর পুলিশ এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সন্ত্রাসীরা পুলিশ কর্মকর্তাদের বাড়িতে হানা দিয়ে তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে গেছে।

অপহৃতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তার ভাই ও আরেক পুলিশ সদস্যের ছেলে রয়েছে।  

ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা চলছে।

গত বুধবার (২৯ আগস্ট) কাশ্মীরের শোপিয়ান জেলায় সন্ত্রাসী হামলায় চার পুলিশ নিহত হওয়ার পর অভিযান জোরদার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পুলিশের ওপর চাপ প্রয়োগ করতেই সন্ত্রাসীরা অপহরণ করেছে।

কাশ্মীরে জঙ্গিবাদের উত্থানের ২৮ বছরের ইতিহাসে এবারই প্রথম পুলিশ সদস্যদের স্বজনদের অপহরণ করা হলো।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।