সোমবার (০৩ সেপ্টেম্বর) এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।
দেশটির স্কুলগুলোতে টিউশন ফি বৃদ্ধির জন্য অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়।
বেঞ্চের রুল অনুযায়ী, বেসরকারি স্কুলগুলোতে পাঁচ শতাংশের বেশি টিউশন ফি বৃদ্ধি অবৈধ। বেসরকারি স্কুলগুলো পাঁচ শতাংশের বেশি টিউশন ফি বাড়াতে পারবে না।
এর আগে চলতি বছরের মার্চে বেসরকারি স্কুলগুলোতে ফি বাড়ানোকে অবৈধ হিসবে ঘোষণা করেন এসএইচসি।
এছাড়া টিউশন ফি-এর বাইরে অতিরিক্ত ফি আরোপের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেন কোর্ট।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এএইচ/টিএ