ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বেসরকারি স্কুলে ৫ শতাংশের বেশি টিউশন ফি নয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
পাকিস্তানে বেসরকারি স্কুলে ৫ শতাংশের বেশি টিউশন ফি নয় টিউশন ফি বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সিন্ধু হাইকোর্ট

ঢাকা: পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেসরকারি স্কুলগুলোতে পাঁচ শতাংশের বেশি টিউশন ফি বৃদ্ধির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সিন্ধু হাইকোর্ট (এসএইচসি)।

সোমবার (০৩ সেপ্টেম্বর) এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।

দেশটির স্কুলগুলোতে টিউশন ফি বৃদ্ধির জন্য অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়।

বিচারক আকিল আহম্মেদ আব্বাসি, বিচারক মুহাম্মদ আলি মাজহার ও বিচারক আশরাফ জেহানের সমন্বয়ে বেঞ্চটি গঠিত হয়।

বেঞ্চের রুল অনুযায়ী, বেসরকারি স্কুলগুলোতে পাঁচ শতাংশের বেশি টিউশন ফি বৃদ্ধি অবৈধ। বেসরকারি স্কুলগুলো পাঁচ শতাংশের বেশি টিউশন ফি বাড়াতে পারবে না।

এর আগে চলতি বছরের মার্চে বেসরকারি স্কুলগুলোতে ফি বাড়ানোকে অবৈধ হিসবে ঘোষণা করেন এসএইচসি।

এছাড়া টিউশন ফি-এর বাইরে অতিরিক্ত ফি আরোপের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেন কোর্ট।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।