ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিশুতোষ অনুষ্ঠানের আগে বিজ্ঞাপন, চীনা টিভির দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
শিশুতোষ অনুষ্ঠানের আগে বিজ্ঞাপন, চীনা টিভির দুঃখ প্রকাশ অনুষ্ঠান প্রচারের আগেই ১২ মিনিট ধরে প্রচারিত হয় বিরতিহীন বিজ্ঞাপন।

ঢাকা: চীনে শিক্ষাবিষয়ক বাধ্যতামূলক অনুষ্ঠান দেখতে বসেছিলো লাখ লাখ শিশু। কিন্তু দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)’ –এ অনুষ্ঠান প্রচারের আগেই ১২ মিনিট ধরে প্রচারিত হয় বিরতিহীন বিজ্ঞাপন। অভিভাবকরা এ নিয়ে অভিযোগ করায় দুঃখ প্রকাশ করেছে টিভি চ্যানেলটি।

রোববার (২ সেপ্টেম্বর) দেশটির নিজস্ব মাইক্রোব্লগিং সাইট ‘ওয়েইবো’তে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।  আর এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

     

শনিবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রচার হওয়া ‘ফার্স্ট লেসন অব নিউ সেমিস্টার’ নামে টেলিভিশন অনুষ্ঠানটি সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবককে দেখার জন্যে আহ্বান জানায় দেশটির শিক্ষা মন্ত্রণালয়।  

টেলিভিশন প্রোগ্রামটি দেশটির শিক্ষা মন্ত্রণালয় ও সিসিটিভি যৌথভাবে নির্মাণ করেছে। ২০০৮ সাল থেকে সেপ্টেম্বরের ১ তারিখে গ্রীষ্মকালীন বন্ধের পর নতুন বিদ্যালয় ক্যালেন্ডার চালু হওয়ার সঙ্গে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়ে আসছে। ৪০ বছরের সমৃদ্ধি উপলক্ষে চলতি বছরে অনুষ্ঠানটির মূল উপজীব্য বিষয় ছিলো ‘স্পিরিট অব ক্রিয়েটিভিটি’।  

কিন্তু টেলিভিশনের সামনে বসা শিশু ও অভিভাবকরা অনুষ্ঠান শুরু হওয়ার আগে টানা ১২ মিনিট বিজ্ঞাপনে অতিষ্ঠ হয়ে যান। এসময় গাড়ি, টুথপেস্ট, স্কুটার, গৃহস্থালী জিনিসপত্র ও স্টেশনারি দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করা হয়।  

অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ওয়েইবো পোস্টে জানায়, অনুষ্ঠান শুরুর আগে দীর্ঘসময় ধরে বিজ্ঞাপন প্রচারের জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তারা ক্ষমাপ্রার্থী।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।