বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) তাখর প্রদেশের কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবরে বলা হয়, হামলাকারী পুলিশ সদস্য তালেবানে যোগ দেওয়ার জন্য অন্য পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায়।
এ ঘটনার কয়েকদিন আগে দেশটির লোগার প্রদেশে আফগান পুলিশ সদস্যের হাতে খুন হন একজন মার্কিন সৈন্য। সেটি ছিল চলতি বছরে অভ্যন্তরীণ আক্রমণে দ্বিতীয় মার্কিন সেনা হত্যার ঘটনা।
তাখর প্রদেশ পুলিশের মুখপাত্র খলিল আসির বলেন, ভোরে এ ঘটনা ঘটে। প্রদেশের খাজা গড় জেলার চেকপয়েন্টে ঘুমন্ত পুলিশ সদস্যদের ওপর গুলি চালায় হামলাকারী পুলিশ সদস্য। পরে তাদের শরীর পুড়িয়ে ফেলা হয়।
খলিল আরও বলেন, হামলাকারী পুলিশ সদস্যদের সঙ্গে তালেবানের সম্পৃক্ততা ছিল। তিনি অস্ত্র লুট করে পালিয়ে গেছেন।
সম্প্রতি আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং পুলিশের পোশাক পরে আক্রমণের সংখ্যা বাড়ছে। দেশটিতে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত অভ্যন্তরীণ আক্রমণ হয়েছে ৪৭টি।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এএইচ/আরআর