শুক্রবার (০৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সোয়া ৯ টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রায় এ ভূমিকম্প আঘাত হানে। এতে একজন আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলটি ছিল ভূগর্ভের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। স্থানীয়রা এর ৬ দশমিক ৫ মাত্রা রেকর্ড করেছে।
ভূমিকম্পে পুয়ের্তাস নেগরেস, গুয়ানো ও চাঞ্চির পাওয়ার কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এলাকাগুলোর বাসিন্দারা। ।
এদিকে, রাজধানী কুইটোতেও ভূকিম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
দেশটির ভূতাত্ত্বিক সংস্থা জানায়, ইকুয়েডরে এমন ভূমিকম্প প্রথম নয়। ২০১৬ সালের ১৬ এপ্রিল দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালাী ভূমিকম্প আঘাত হানে। সেসময় ৬৭৩ জন লোক মারা যান।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
টিএ