আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সোমবার (১০ সেপ্টেম্বর) অবসরে যাবেন এ উদ্যোক্তা। অবসরে যাওয়ার পর মানবসেবা ও শিক্ষা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
১৯৯৯ সালে জ্যাক মা ও কয়েকজন মিলে আলিবাবা নামক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এখন এটি বিশ্বের অন্যতম সর্ববৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান।
বর্তমানে আলিবাবার ৪০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি বাজার রয়েছে। তাদের বাজারের মধ্যে রয়েছে- অনলাইনে বিক্রি, চলিচ্চিত্র তৈরি ও ক্লাউড কম্পিউটিং।
অবসরের দিন ৫৪তে পা রাখবেন এই উদ্যোক্তা। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ চার হাজার কোটি মার্কিন ডলার। ২০১৭ সালে বিশ্ব বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, চীনের তৃতীয় ধনী তিনি।
গত সপ্তাহে ব্লুমবার্গ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একটি ব্যক্তিগত ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা জানান। যা হবে অনেকটা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো।
তিনি গেটসের প্রশংসা করে বলেন, তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। এ উদ্যোক্তা আরও বলেন, আমি খুব সমৃদ্ধ হতে পারবো না। তবে আগেভাগেই অবসরে গেলে একটা কাজ আমি ভালোভাবে করতে পারবো। আমার মনে হয় শিক্ষকতায় ফিরে যাওয়া উচিত। আলিবাবার প্রধান নির্বাহীর চেয়েও এটি ভালোভাবে করতে পারবো।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এএইচ