শনিবার (৮ সেপ্টেম্বর) পূর্ব জেরুজালেমের ছয়টি হাসপাতালের আড়াই কোটি মার্কিন ডলার সমমূল্যের অর্থ সহায়তা তুলে নেওয়ার ঘোষণা দেয় মার্কিন প্রশাসন।
মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ফিলিস্তিনি নেতা ও স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
এর আগে গত মাসে ফিলিস্তিন-ইসরায়েল শান্তির ক্ষেত্রে ফিলিস্তিনিদের জন্য মার্কিন সহায়তা পর্যালোচনার আহ্বান জানায় ট্রাম্প প্রশাসন।
শনিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, পর্যালোচনার ওপর ভিত্তি করে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় পূর্ব জেরুজালেমের হাসপাতালগুলোর জন্য আড়াই কোটি মার্কিন ডলার সহায়তা তুলে নেওয়া হবে। এ অর্থ সহায়তা অন্য কোনো খাতে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
মার্কিন অর্থ সহায়তার কারণে এতদিন এ হাসপাতালগুলোতে ফিলিস্তিনিদের বিশেষায়িত সেবা সুবিধা দেওয়া সম্ভব হতো। এখানে হৃৎপিন্ডজনিত সার্জারি, নবজাতকদের নিবিড় পরিচর্যা ও শিশুরোগের ডায়ালাইসিস করা যেতো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অধিকৃত পশ্চিম তীর কিংবা গাজায় এ চিকিৎসা সেবাগুলো নেই।
হাসপাতালগুলোর স্বাস্থ্যকর্মীরা এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তারা বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।
জেরুজালেমের অগুস্থা ভিক্টোরিয়া হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ফিলিস্তিনের মধ্যে শুধু আমরাই সংকটাপন্ন রোগীদের সেবা দেই। রাজনৈতিক ইস্যুর কারণে রোগীদের ক্ষতি করা উচিৎ নয়।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এএইচ/আরআর