আলিবাবার অন্যতম প্রতিষ্ঠাতা সোমবার (১০ সেপ্টেম্বর) অবসরে যাবেন-এমন সংবাদ প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিশ্ব গণমাধ্যমে এ সংবাদ ছড়িয়ে যাওয়ার পর তার মুখপাত্র জানিয়েছেন, ৫৪ তম জন্মদিনে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবেন জ্যাক মা।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমস এ উদ্যোক্তার সাক্ষাতকারের ভিত্তিতে অবসরে যাওয়ার খবর প্রকাশ করে। খবরে বলা হয়, অবসরে যাওয়ার পর মানবসেবা ও শিক্ষা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
তবে তার মুখপাত্র নিউইয়র্ক টাইমসের খবরকে ভুল হিসেবে আখ্যায়িত করেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকায় এ কথা বলেছেন মা’য়ের মুখপাত্র।
এদিকে নিউইয়র্ক টাইমসের মুখপাত্র এইলিন মারফি সংবাদ প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, মা’র গল্প অনুযায়ী সংবাদ ছাপানো হয়েছে।
১৯৯৯ সালে জ্যাক মা ও কয়েকজন মিলে আলিবাবা নামক প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এখন এটি বিশ্বের অন্যতম সর্ববৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান।
বর্তমানে আলিবাবার ৪০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি বাজার রয়েছে। তাদের বাজারের মধ্যে রয়েছে- অনলাইনে বিক্রি, চলচ্চিত্র তৈরি ও ক্লাউড কম্পিউটিং।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এএইচ/আরআর