পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আরিফ আলভিকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার।
আলভি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির জ্যেষ্ঠ নেতা।
আলভির পাশাপাশি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাকিস্তান পিপলস পার্টির আইতজাজ আহসান এবং মুসলিম লীগের (নওয়াজ) সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান ফজলুর রেহমান।
আলভী পাঁচ দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। ছাত্রজীবনে লাহোরের একটি ডেন্টাল কলেজের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৯ সালে আলভি জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনামলে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য তিনি। ১৯৯৭ ও ২০০২ সালের দেশটির সাধারণ নির্বাচনে সিন্ধুর প্রাদেশিক পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে জয় লাভ করেননি। পরে ২০১৩ সালের নির্বাচনে করাচি থেকে নির্বাচিত হন।
২০০১ সালে পিটিআই’য়ের সহ-সভাপতি ও পরে ২০০৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলভি।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরআর