রোববার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেন সিবিএসের প্রধান নির্বাহী। এর মাধ্যমে দীর্ঘ ২০ বছর ধরে শীর্ষ পদে থাকা মুনভিসের ক্যারিয়ারের আপাত অবসান হলো।
চলতি বছরের জুলাইয়ে শীর্ষ এ কর্মকর্তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর এ ঘটনা নিয়ে অনুসন্ধান শুরু করে সিবিএস। সর্বশেষ পদত্যাগের দিনও তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ তোলেন ছয় নারী।
তবে ৬৮ বছর বয়সী মুনভিস এসব অভিযোগ অস্বীকার করেছেন। সর্বশেষ ঘটনাকে তিনি ‘আতঙ্কজনক’ হিসেবে আখ্যাও দিয়েছেন।
এক বিবৃতিতে মার্কিন টিভি চ্যানেল সিবিএস জানায়, মুনভিস আর সিবিএসের চেয়ারম্যান, প্রধান নির্বাহী, প্রেসিডেন্ট হিসেবে থাকবেন না। জোসেফ লান্নিইলো ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
মার্কিন গণমাধ্যমে অন্যতম প্রভাবশালী নির্বাহী মুনভিস। ১৯৯৫ সালে তিনি সিবিএসের বিনোদনের প্রধান হিসেবে যোগ দেন। এরপর ২০০৬ সালে প্রধান নির্বাহী পদে আসীন হন। ২০১৭ সালে বিশ্বের সবথেকে বেশি অর্থ পাওয়া প্রধান নির্বাহী হন মুনভিস।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এএইচ/আরআর