ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভারতজুড়ে প্রতিবাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভারতজুড়ে প্রতিবাদ জ্বালানির মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ভারতজুড়ে প্রতিবাদ চলছে

ঢাকা: ভারতে পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন জ্বালানির মূল্য রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে প্রতিবাদ চলছে। দেশটির অনেক জায়গায় বন্ধ রয়েছে সরকারি প্রতিষ্ঠান, স্কুলসহ ব্যবসা কার্যক্রম। কোনো কোনো অঞ্চলে রাস্তা ও ট্রেন চলাচল বন্ধ করে যানবাহন ভাঙচুরের খবরও পাওয়া গেছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) থেকে পুরো ভারতে জ্বালানির মূল্য বৃদ্ধিতে এ প্রতিবাদ শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় বেশ চাপেই পড়েছে সরকার।

এছাড়া বিরোধীদল এ প্রতিবাদের জন্য আরও সক্রিয় হচ্ছে।

বিশ্লেকরা বলছেন, দেশটিতে আসছে সাধারণ নির্বাচনের নয় মাসেরও কম সময় রয়েছে। আবার আগামী বছরে অনেক প্রদেশের প্রাদেশিক নির্বাচনও অনুষ্ঠিত হবে। ফলে জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টি জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে প্রভাব ফেলবে।

খবরে এও বলা হয়, কয়েকটি রাজ্যে প্রতিবাদ সভা সহিংসতায় রূপ নিয়েছে। বিহারের রাজধানী পাটনায় প্রতিবাদকারীরা গাড়ি ভাঙচুর করছেন। অনেকে ভেঙে দিয়েছেন গাড়ির জানালাও। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটেও প্রতিবাদ চলছে। এখানে প্রতিবাদকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন।

---

পেট্রোল ও ডিজেলের ট্যাক্স ভারত সরকারের অন্যতম আয়ের উৎস। আবার ভোটারদের জন্য জ্বালানির মূল্যের ইস্যুটিও গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও সেক্ষেত্রে ভারতে ট্যাক্স বাড়ায়নি এর আগের সরকারগুলো। তবে মোদি সরকারের ক্ষেত্রে এ বিষয়ে খুব কম সুবিধা দেওয়া হয়েছে।

দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস টুইট বার্তায় লিখেছে, জ্বালানিতে অতিরিক্ত ট্যাক্স বসিয়ে জনগণের পকেটের পয়সা ‘চুরি’ করছে মোদি সরকার।

ওই টুইট বার্তায় বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির ছবিও সংযুক্ত করে দলটি।

তবে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়টিকে রাজনীতিকীকরণের অভিযোগ তুলেছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।