ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যু ট্যাংকার বিস্ফোরণস্থল, ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নাসারাওয়ায় একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এসময় শতাধিক লোক আহতও হন বলে জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা (সিইএমএ)।

সোমবার (১১ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রাজধানী আবুজা শহরের লাফিয়া-মকুরদি রোডের একটি পেট্রোল স্টেশনে এ ঘটনা ঘটে।

রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ট্যাংকার বিস্ফোরণের পর আশপাশে আগুন ধরে যায়।

স্থানীয়দের বরাত দিয়ে সিইএমএ’র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ বলেন, স্টেশনে গ্যাস বের করে দেওয়ার সময় ট্রাকটি বিস্ফোরিত হয়। এখন ঘটনাটি তদন্ত করছে আমাদের সংস্থা।

এসময় তিনি আন্তর্জাতিক সংবাদমাদ্যমকে ঘটনাটিতে ৩৫ জন মারা গেছেন এবং শতাধিক লোক আহত হয়েছেন বলে নিশ্চিত করেন।

বাংলাদেম সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।