সোমবার (১০ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক সংস্থা ওসিএইচএ এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের এ সংস্থাটির প্রধান মার্ক লোকক বলেন, বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক সামরিক হামলা শুরু করেছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনী।
এছাড়াও তিনি এ ঘটনাকে উদ্ধৃত করে সতর্ক করে বলেন, এর ফলে একুশ শতকের সবচেয়ে শোচনীয় মানবিক পরিস্থিতি তৈরি হতে পারে।
খবরে বলা হয়, রাশিয়া ও ইরান সমর্থিত দামেস্ক সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব ও এর আশেপাশের এলাকায় পুনরায় দখল নিতে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এ অঞ্চলগুলো হুথি বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটি।
এদিকে শুক্রবার (৭ সেপ্টেম্বর) ইদলিবে আক্রমণের ক্ষেত্রে যুদ্ধবিরতি নিয়ে সম্মতিতে পৌঁছাতে ব্যর্থ হয় তুরস্ক, ইরান ও রাশিয়া। এরপর থেকেই রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিমান বোমা হামলা শুরু করে।
ওসিএইচএ এর মুখপাত্র ডেভিড সোয়ানসন বলেন, আক্রমণের কারণে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ৩০ হাজার ৫শ’ ৪২ জন উদ্বাস্তু হয়েছেন।
বিরোধীদের নিয়ন্ত্রিত ইদলিব ও এর পার্শ্ববর্তী ছোট অঞ্চল লাতাকিয়া, হামা, আলেপ্পতে প্রায় ২৯ লাখ মানুষ বসবাস করেন। যাদের অর্ধেকই সিরিয়ার অন্য অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে এ জায়গাগুলোতে পাড়ি জমিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এএইচ/আরআর