ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পরবর্তী বৈঠক নিয়ে কিমের ‘উষ্ণ’ চিঠি পেয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
পরবর্তী বৈঠক নিয়ে কিমের ‘উষ্ণ’ চিঠি পেয়েছেন ট্রাম্প কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প

ঢাকা: গত জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের মতো আরও একটি বৈঠকের আহবান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) হোয়াইট হাউসকে উদ্ধৃত করে এ তথ্য প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কিমের চিঠি গ্রহণ করে যুক্তরাষ্ট্রও ইতিবাচক সাড়া দিয়েছে।

বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নতুন বৈঠকের সময়সূচি নির্ধারণের কাজ শুরু করে দিয়েছে।  

হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেন, ‘খুবই উষ্ণ’ চিঠিটিতে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতির ওপরও আলোকপাত রয়েছে।  

চলতি বছরের জুন মাসে সিঙ্গাপুরে এ দুই রাষ্ট্র প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কিম উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে স্যান্ডার্স বলেন, চিঠিটিতে প্রাথমিকভাবে আরও একটি বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছে। এজন্য প্রেসিডেন্টের সাক্ষাতের সময়সূচি খোঁজার প্রক্রিয়াও শুরু হয়েছে।  

তবে এ দুই নেতার দ্বিতীয় বৈঠকটি কবে হতে পারে এ বিষয়ে কোনো ইঙ্গিত দেননি স্যান্ডার্স।  

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন এ ঘটনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, কোরিয়ান উপদ্বীপকে সম্পূর্ণরুপে পারমাণবিক নিরস্ত্রীকরণ এমন একটি ইস্যু, যা মৌলিকভাবে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।