বুধবার (১২ সেপ্টেম্বর) এক সম্মেলনে তিনি এ কথা জানান বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দুই হাজার আটশ কিলোমিটারের এ রেলরুটের যাত্রাপথে বাংলাদেশ এবং মিয়ানমারকেও যুক্ত করতে চায় চীন।
রাষ্ট্রদূত মা ঝানউ আরো বলেন, এই রেল চালু হলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা থেকে কুনমিং পৌঁছানো যাবে। যাতে উপকৃত হবে সবাই। বৃদ্ধি পাবে বাংলাদেশ- চীন- ভারত-মিয়ানমারের (বিসিআইএম) মধে্য বাণিজ্য।
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
জেডএস