ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুলিশের হাতে কামড় দিয়ে কারাগারে নারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
পুলিশের হাতে কামড় দিয়ে কারাগারে নারী ছবি: প্রতীকী

ঢাকা: পূর্ব আফ্রিকান দেশ উগান্ডায় পুলিশ কর্মকর্তার হাতে কামড় দিয়ে তিন মাসে কারাদণ্ড পেয়েছেন এক নারী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, সন্দেহজনক মনে হলে ওই নারীকে আটক করে পুলিশ। কিন্তু নারী ভেবেছিল তাকে হয়রানি করা হচ্ছে।

তাই তিনি সিভিল ড্রেসের পুলিশ কর্মকর্তার পরিচয় জানতে চান। পরে পুলিশ তাকে আইডি কার্ড দেখান। এসময় বিষয়টি বুঝতে পেরে পালানোর সুযোগ নিতে তার হাতে কামড় দিয়ে বসেন নারী।

কিন্তু ২৪ বছর বয়সী ওই নারী পালাতে পারেননি। কামড়ে আঘাতপ্রাপ্তসহ তিনি পুলিশ কমকর্তা অভিযান চালিয়ে তাকে দেশটির নাইফ এলাকা থেকে আটক করেছিল। এরপর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হামলা মামলায় চলতি বছরের জানুয়ারিতে তাকে তিন মাসের কারাদণ্ড দেন দেশটির আদালত।

এর আগে গত বছরের ২৪ অক্টোবর সন্দেহজনকভাবে ওই নারীকে আটক করা হলে তিনি পালানোর জন্য একজন শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তার ডান হাতে কমড় দেন বলে দেশটির আদালত জানান।

এ বিষয়ে দণ্ডপ্রাপ্ত নারী বলেন, আমি স্বীকার করছি, অপরাধ করেছি হামলা করে। কিন্তু আমার ধারণা ছিল তিনি পুলিশ কর্মকর্তা না। সেজন্য হয়রানি করছেন ভেবে আমি প্রতিবাদ করেছি।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর  ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।