অন্য বছরের মতো এবারও একটি নির্দিষ্ট থিম ঘিরে দিবসটি পালিত হবে। এবারের বিশ্ব প্রবীণ দিবসের থিম হলো- ‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়’।
জাতিসংঘের উপাত্ত অনুযায়ী, বিশ্বে এখন ৬০ বছরের বেশি বয়স এমন মানুষের সংখ্যা প্রায় ৭০ কোটি। বলা হচ্ছে, ২০৫০ সালে এ সংখ্যা দাঁড়াবে ২০০ কোটিতে। যা তখনকার বিশ্বের মোট জনসংখ্যার ২০ শতাংশ হবে।
বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে বৃদ্ধের সংখ্যা বাড়ছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে এ বৃদ্ধির হার বেশি।
১৯৯০ সালে জাতিসংঘ সিদ্ধান্ত নেয় প্রত্যেকবছর পহেলা অক্টোবর এ দিনটি বিশ্ব প্রবীণ দিবস হিসেবে পালন করা হবে। এরপর ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
এএইচ/এএ