এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আইএমএফ।
ইন্টারন্যাশনাল স্টাডিজ অব ইকোনমিকসের এ প্রফেসরের গবেষণার বিষয় ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড মাইক্রোইকোনমিকস’।
এদিকে গীতা গোপীনাথকে অভিনন্দন জানিয়ে আইএমএফ’র প্রধান ক্রিস্টিন লাগার্দে বলেছেন, ‘তিনি (গীতা গোপীনাথ) একজন দারুণ অর্থনীতিবিদ, নেতৃত্বে তার রয়েছে বুদ্ধিদীপ্ত পরিচয়, রয়েছে ব্যাপক আন্তর্জাতিক অভিজ্ঞতা। আইএমএফ’র প্রধান অর্থনীতিবিদ হিসেবে এমন একজন মনোনিত হওয়ায় আমি খুবই উচ্ছ্বসিত’।
ভারতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা গীতা ২০০১ সালে প্রিন্সটন ইউনির্ভাসিটি থেকে অর্থনীতিতে পিএইডি ডিগ্রি লাভ করেন।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
জেডএস