ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় আরব আমিরাতে সতকর্তা, ফ্লাইট বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
ঘন কুয়াশায় আরব আমিরাতে সতকর্তা, ফ্লাইট বিলম্ব আরব আমিরাত ঘন কুয়াশায় ছেয়ে গেছে

ঢাকা: পারস্য উপসাগরের আরব উপদ্বীপের দেশ সংযুক্ত আরব আমিরাত ঘন কুয়াশায় ছেয়ে গেছে। এতে সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। 

তারা বলছে, গাড়িচালকদের সবরকম সতর্কতা অবলম্বনের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলতে হবে এ পরিস্থিতিতে। সেইসঙ্গে ফ্লাইটের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলছে তারা।

মঙ্গলবার (০২ অক্টোবর) ঘন কুয়াশার কারণে দেশটির অধিকাংশ জায়গাতেই খুব কাছেও স্পষ্ট করে দেখা যাচ্ছে না বলে স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়। এতে দেশের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ফ্লাইটে বিলম্ব দেখা দিয়েছে।

সকল ফ্লাইটে বিলম্ব দেখা দিয়েছে

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এনসিএম বলছে, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের অনেক জায়গায় রাত ২টা থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায়। তাদের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ফলে জারি করা হয়েছে ‘আম্বার অ্যালার্ট’।

ম্যাপ

এনসিএম বলছে, মঙ্গলবার রাত ২টা থেকে ঘন কুয়াশায় ঢেকে যেতে থাকে আমিরাতের অনেক জায়গা। এরপর আবুধাবির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা, দুবাইয়ের আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরসহ নানা স্পটেই দৃষ্টিগোচরতা কমতে থাকে।

এর আগে অবশ্য আমিরাতের বেশকিছু জায়গায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করে আবহাওয়া সংস্থা।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।