ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অপহৃত নারীকে বাঁচালো পিজ্জা ডেলিভারিম্যান!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
অপহৃত নারীকে বাঁচালো পিজ্জা ডেলিভারিম্যান! অপহৃত নারীকে বাঁচালো পিজ্জা ডেলিভারিম্যান!

ঢাকা: পিজ্জা সরবারহ করতে গিয়ে দারুণ এক কাণ্ড ঘটিয়েছেন ডেলিভারিম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উইসকনসিনে অপহৃত এক নারীকে বাঁচিয়েছেন তিনি। 

তবে সেই পিজ্জা ডেলিভারিম্যানের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। অঙ্গরাজ্যের সেবোইগান কাউন্টিতে এ ঘটনা ঘটে।

 

কাউন্টির পুলিশ স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, পিজ্জা ডেলিভ্যারিম্যান অন্য দিনের মতো পিজ্জা সরবারহের কাজ করছিলেন। এক বাসায় পিজ্জা দিতে গিয়ে তিনি এক নারীকে লক্ষ্য করেন। ওই নারী চিৎকার করে ‘আমাকে বাঁচা’, ‘পুলিশকে জানাও’ বলছিল। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।  

খবর পেয়ে পুলিশ বাড়িটিতে পৌঁছে ওই নারীর চিৎকার শুনতে পায়। এরপর তারা নারীটিকে উদ্ধার করেন। অপহরণকারীকে গ্রেফতারও করা হয়।

পুলিশ আরও জানায়, অপহরণকারীর নাম ডিন হফম্যান। তিনি ওই নারীর সাবেক প্রেমিক ছিলেন। আগের দিন ওই নারীর বাড়িতে ঢুকে ভাঙচুর করেন। তাকে আঘাতও করেন হফম্যান। আবার সম্পর্কে ফিরে যেতে চাপ দেন।  

পুলিশ বলছে, হফম্যানকে অপরহরণের দায়ে গ্রেফতার করা হয়েছে।    

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।