তবে নিজেকে আলাদা করতে গিয়ে চরম ঝুঁকি নিয়ে কখনও পাহাড়ের চূড়ায়, উঁচু কোনো দালানের কার্নিশে উঠে বা মাথায় বন্দুক ধরে তুলছি সেলফি। আর এমনটা করতে গিয়ে বিপত্তি ঘটছে অহরহ।
পরিসংখ্যান বলছে, ২০১১ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সারাবিশ্বে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেছে ২৫৯ জনের।
ফ্যামিলি মেডিসিন ও প্রাইমারি কেয়ার জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স-এর একদল গবেষক গবেষণাটি করেছেন।
গবেষণায় তারা দেখেছেন, সেলফি তুলতে গিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ভারতে। এরপরেই তালিকায় রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।
গবেষণায় আরও দেখা গেছে, সেলফি তুলতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই তরুণ এবং তাদের বয়স ৩০-এর মধ্যে।
গবেষকরা বলছেন, নারীরা পুরষের তুলনায় বেশি সেলফি তোলে। তবে পুরুষরা ঝুঁকি নিয়ে সেলফি তোলে বেশি।
মৃত্যু ঝুঁকি এড়াতে গবেষকরা বিভিন্ন জায়গায় ‘নো সেলফি জোন’ গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। ঝর্ণা, পাহাড় বা কোনও উঁচু দালানের উপরে ‘নো সেলফি জোন’ ঘোষণা করার কথা বলছেন তারা।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
আরআর