বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রাশিয়ান বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়, এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পুতিন।
বৃহস্পতিবার এক বিশেষ নৈশভোজের মাধ্যমে এ সফরের আনুষ্ঠিকতা শুরু হবে। পরদিন শুক্রবার দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনা করবেন দেশ দুটির শীর্ষ নেতারা। এদিন প্রতিরক্ষা খাতের ক্ষেপণাস্ত্র এস-৪০০ নিয়ে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
সফরে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে পুতিনের।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এএইচ