ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রদেশের লাহাউল-স্পিতি জেলার নদী ও লেকের পানি জমে যাচ্ছে। চাত্রুর চান্দ্রা নদীর পানি যেন বরফের চাদরে ঢেকে গেছে।
এদিকে গত কয়েকদিনের তুষারপাতে ওই এলাকার পর্যটকরা হতবাক হয়েছেন। তুষারে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় চলাফেরায় বিপত্তিতে পড়তে হয়েছে তাদের। অনেক বিদেশি পর্যটককে উদ্ধারে বিমান বাহিনীর সহায়তা নিতে হয়েছে।
ব্যাপক তুষারপাতের কারণে লাহাউল এবং স্পিতি উপত্যকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রোতাং পাস, কুনজুম পাস এবং বারালাচা পাস। এছাড়া পানি ও বিদ্যুৎ সংযোগে সমস্যা হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকদের।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
জেডএস