ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘কনস্যুলেটের ভেতর সৌদি সাংবাদিককে হত্যা করা হয়’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
‘কনস্যুলেটের ভেতর সৌদি সাংবাদিককে হত্যা করা হয়’ সৌদি সাংবাদিক জামাল খাশোগি। ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে দেশটির কনস্যুলেটের ভেতরই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তুর্কি কর্তৃপক্ষ। 

গত ২ অক্টোবর (মঙ্গলবার) ওই কনস্যুলেটে প্রবেশ করার পর থেকে খাশোগি নিখোঁজ রয়েছেন। আর এর চারদিন পরই অর্থাৎ রোববার (০৭ অক্টোবর) এ আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

তুরস্ক কর্তৃপক্ষ বলছে, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের ভেতরেই খাশোগিকে হত্যা করা হয়েছে। ওই সাংবাদিককে হত্যা করে তার লাশ সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

খবরে বলা হয়, ৫২ বছর বয়সী সৌদি সাংবাদিক খাশোগি নিখোঁজ হবার আগের দিন ১৫ সদস্যের একটি সৌদি প্রতিনিধিদল তুরস্কে পৌঁছায়।  

২ অক্টোবর বিয়ে করার জন্যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান। এ সময় তার হবু বধূও বাইরে দাঁড়িয়েছিলেন।  

কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও কনস্যুলেট থেকে বের না হওয়ায় খাশোগির বিরুদ্ধে তুরস্ক পুলিশের কাছে অভিযোগ করেন ওই নারী।

সৌদি আরবের ভিন্ন মতাদর্শে বিশ্বাসী এই সাংবাদিক দেশটির রাজতন্ত্রের ঘোর সমালোচক। এ নিজ দেশে বেশ হুমকিতে ছিলেন খাশোগি। পরে ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন তিনি।  

সরকার বিরোধীদের বিরুদ্ধে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করলে খাশোগি  যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এপি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।