ক্ষমতাসীন বিজেপি জানিয়েছে, কাশ্মীরের সাতটি পৌরসভা কমিটিতে ক্ষমতায় এসেছে তারা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন ৭৫ জন।
সোমবার (০৮ অক্টোবর) চার দফায় অনুষ্ঠেয় এ নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট শুরু হয়। যদিও এই নির্বাচন বয়কট করেছে রাজ্যের শক্তিশালী দুই দল ন্যাশনাল কনফারেন্স ও মেহবুবা মুফতির পিপল’স ডেমোক্রেটিক পার্টি।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রথম দফায় রাজ্যের ১১ হাজার পৌর ওয়ার্ডের ৪২২টিতে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে কাশ্মীর থেকে রয়েছে ১৪৯টি এবং লাদাখ, জম্মু এবং পিরঞ্জল থেকে ২৬টি আসন। মোট প্রার্থীর সংখ্যা দুই হাজার ৯৯০ জন। চার দফার এই নির্বাচন শেষ হবে ১৬ অক্টোবর। তাতে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
টিএ