সোমবার (৮ অক্টোবর) ত্রৈমাসিক বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে আইএমএফ। এ প্রতিবেদনের পূর্বাভাসে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধের কারণে বৈশ্বিক জিডিপি কমে ২০১৮ সালে ১০ ভাগের ২ ভাগ বা ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়াবে।
এতে ক্ষয়িষ্ণু পূর্বাভাস করা হয়েছে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ক্ষেত্রেও । জুলাই মাসের প্রতিবেদনের সঙ্গে তুলনা করে চলতি বছর ও আগামী বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস করা হয়েছে।
আইএমএফ বলছে, এর আগের প্রতিবেদনেও এ ঝুঁকিকে গুরুত্ব দিয়ে সতর্ক করা হয়।
বলা হচ্ছে, কর্তৃত্বপরায়ণ মার্কিন অর্থনীতি খারাপ প্রভাব থেকে নিজেদের প্রতিহত করতে পেরেছে। ট্যাক্স কমানো ও ব্যয় নীতি এর অন্যতম উদ্দীপক ছিল। কিন্তু ২০২০ সালের মধ্যে মার্কিন অর্থনীতিতেও এর প্রভাব পড়বে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধ পরায়ণ নীতি ও শুল্ক আরোপের কারণে যে বাণিজ্য দ্বন্দ্ব শুরু হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চীন ও অন্যান্য এশিয়ান অর্থনীতি। বিশেষ করে ব্রাজিল, এশিয়ার দেশ আফগানিস্তান, তুরস্কের ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে।
পূর্বাভাসে ইউরোপের দেশ ও ব্রিটেনের ক্ষেত্রেও প্রবৃদ্ধি কমেছে। বলা হচ্ছে, এমন প্রবৃদ্ধির কারণে প্রধানতম কয়েকটি অর্থনীতির আকার ছোট হতে পারে।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এএইচ