তিনি বলেছেন, এ ঘটনায় আমি উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা শুনতে পছন্দ করি না আমি।
সোমবার (০৮ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প।
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স টুইটে বলেন, জামাল খাশোগির ঘটনা শুনে খুবই বিব্রত হয়েছি। যদি ঘটনাটি সত্য হয়, তাহলে এটি একটা ট্র্যাজিক দিন। সারাবিশ্বে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা হলো বাকস্বাধীনতা ও মানবাধিকারের জন্য হুমকি। মুক্ত বিশ্ব এর জবাব পাওয়ার অধিকার রাখে।
এদিকে, সৌদি সরকারকে জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তদন্তে স্বচ্ছ ফলাফেও আশা করছেন মার্কিন এ পররাষ্ট্রমন্ত্রী।
২ অক্টোবর ইস্তাম্বুলে দেশটির কনস্যুলেটে প্রবেশ করার পর থেকে খাশোগি নিখোঁজ রয়েছেন। তাকে এর ভেতরেই হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে তুরস্ক।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৮
এপি/টিএ