ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে ৭ জনের মৃত্যু

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছেন সাত যাত্রী। এছাড়া এ ঘটনায় বহু লোক আহত হয়েছেন।

বুধবার (১০ অক্টোবর) সকালে রাজ্যের রাইবারেলি এলাকায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়।

জানা গেছে, রাইবারেলির হারচাঁদপুর রেল স্টেশনের কাছে সকাল ৬টার দিকে নিউ ফারাক্কা এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়।

এতে সাতজন ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে সেখানে চিকিৎসকদের একটি দল পাঠানো হয় বলে জানিয়েছেন রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, একটি মেডিকেল টিম সেখানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া মুঘলসড়াইয়ের দিনা দয়াল উপাধ্যায়া জংশনে জরুরি হেল্পলাইন নম্বর স্থাপন করা হয়েছে।

উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে কাজ করছে। তারা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এ রুটের সকল রেললাইন অবরুদ্ধ হয়ে গেছে। এছাড়া ঘটনাটিতে আরও নিহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান আশওয়ানি লোহানি ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়েছেন। এছাড়া নিউ ফারাক্কা এক্সপ্রেসের ওই ছয়টি বগি উদ্ধারে কয়েকটি টিম ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় সম্ভাব্য সকল উদ্ধার প্রচেষ্টা চালানোর জন্য তার কর্মকর্তা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থাও করতে বলেছেন তিনি।

এর আগে ২০১৬ সালের নভেম্বরে উত্তর প্রদেশের কানপুরে ইন্দিরে-পটনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে ১৫০ যাত্রী নিহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।