শনিবার (১৩ অক্টোবর) দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এদিন সকালে তাঁবুর ধ্বংসাবশেষের পাশে পর্বতারোহী ও ট্যুর গাইডের মরদেহ শনাক্ত করেছে উদ্ধারকারী দল।
পুলিশের মুখপাত্র সাইলেশ থাপা বলেন, মনে হচ্ছে তুষারঝড়ের কারণে প্রাণহানির ঘটনা ঘটেছে। কারণ গাছ উপড়ে পড়েছে, তাঁবুও ভেঙে গেছে। নয়জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন।
একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে। তাদের ক্যাম্পের পাশে অবতরণও করছে। কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে মরদেহ উদ্ধার করা যায়নি।
এ অভিযানের আয়োজক ওয়াংচু শেরপা জানান, শুক্রবার (১২ অক্টোবর) থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এরপর আমরা সেখানে লোকজন ও হেলিকপ্টার পাঠিয়েছি।
দক্ষিণ কোরিয়ার একটি পর্বতারোহী দল নেপালি গাইডদের সঙ্গে নিয়ে প্রায় ২৪ হাজার ফুট উপরে মাউন্ট গুরজাতে ক্যাম্প বসান। ধারণা করা হচ্ছে, তারা সামিটের জন্য ভালো আবহাওয়া পেতে অপেক্ষা করছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এএইচ/আরআর