রোববার (১৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
অভিবাসী বহনকারী লরিটি আইদিন থেকে ইজমির শহরের আইগিয়ানের দিকে যাচ্ছিল।
অভিবাসীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার অভিবাসীদের অন্যতম প্রবেশ মুখ হলো হলো তুরস্ক। এ পথ দিয়ে তারা গ্রিস হয়ে ইউরোপের উদ্দেশে পাড়ি জমান। ২০১৫ সালে তুর্কি থেকে গ্রিস হয়ে লাখ লাখ অভিবাসী ইউরোপে প্রবেশ করেন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছরে সমুদ্র পথ দিয়ে সাড়ে ২৪ হাজারের বেশি অভিবাসী গ্রিসে পৌঁছেছেন। এ পথে দিয়ে আসতে প্রাণহানি হয় অন্তত ১১৮ জনের।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এএইচ