স্থানীয় সময় শুক্রবার (১৯ অক্টোবর) খাশোগির মৃত্যু নিয়ে এমন মন্তব্য করেন ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেন, খাশোগির মৃত্যু নিয়ে সৌদি আরবের বিবৃতি ‘ভালো পদক্ষেপ’।
সৌদির সঙ্গে বাণিজ্য নিয়ে ট্রাম্প বলেন, রিয়াদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এর মধ্যে বড় কোনো প্রতিরক্ষা সম্পর্কিত বাণিজ্য থাকবে না।
এর আগে ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে রিয়াদ। তবে তারা বলছে, ‘কিলঘুষি-মারামারিতে’ প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রে নির্বাসিত এ সাংবাদিক। এ ঘটনায় সৌদি গোয়েন্দা সংস্থার ডেপুটি প্রধানসহ পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি সৌদির ১৮ 'নাগরিক'কে আটক করা হয়েছে
অভিযোগ উঠেছে সৌদি ক্রাউন যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সাউদের নির্দেশে ঊর্ধ্বতন কর্মকর্তারা খাশোগিকে হত্যা করেছে। তবে মোহাম্মদ বিন সালমান অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, খাশোগির মৃত্যু নিয়ে নির্দিষ্ট কোনো অভিযান সম্পর্কে তিনি কিছু জানেন না।
মোহাম্মদ বিন সালমানের বরাত দিয়ে এক সৌদি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানান, তাকে (খাশোগিকে) হত্যা করার বা অপহরণ করার বিশেষ কোনো নির্দেশনা দেওয়া ছিল না। যুবরাজ এ বিষয়ে কিছু জানেন না। তিনি কাউকে হত্যা বা অপহরণের নির্দেশও দেননি।
২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যান খাশোগি। এরপর তাকে আর দেখা যায়নি। আঙ্কারার দাবি করে, সৌদি কনস্যুলেটে ঢুকেই ‘নেই’ হয়ে গেছেন খাশোগি। তাকে সেখানে ‘খুন করা হয়েছে’। তবে রিয়াদ তখন দাবি করেছে, কনস্যুলেট থেকে কাজ সেরেই ‘বের হয়ে গেছেন’ খাশোগি।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এএইচ/আরআর