নর্দার্ন কেন্টাকি ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সাপটি খুবই দুর্লভ। লেসলি কাউন্টির এক দম্পতি সাপটিকে সালাতো ওয়াইল্ডলাইফ এডুকেশন সেন্টারে দান করেছেন।
সালাতো ওয়াইল্ডলাইফ সেন্টার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সাপটির দু’মাথা, দু’জোড়া চোখ, দু’টি জিহ্বা সব অঙ্গই ঠিকঠাক মতো কাজ করছে।
ফেসবুকে দেওয়া পোস্টটি এরইমধ্যে ভাইরাল হয়েছে।
গত ১৮ অক্টোবর সালাতো ওয়াইল্ডলাইফ সেন্টার জানায়, সাপটির ভালো থাকার ওপর তারা বেশি গুরুত্ব দিচ্ছে। সব ঠিক থাকলে খুব শিগগিরই সাপটিকে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
কেন্টাকি ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ রিসোর্সের স্টেট হার্পেটোলজিস্ট জন ম্যাকগ্রেগর বলেন, জঙ্গলে দু’মাথার সাপ বছরে দুই একটা মিললেও দু’মাথার কপারহেড এই প্রথম দেখলাম।
কেন্টাকিতে পাওয়া বিষাক্ত সাপের চারটি প্রজাতির মধ্যে কপারহেড অন্যতম।
উল্লেখ্য, দু’মাথার কপারহেড খুবই দুর্লভ। তবে গত মাসেও একটি দু’মাথার কপারহেডের খোঁজ মিলেছিল ভার্জিনিয়ায়।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এপি/আরআর