সোমবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক হোমকামিং বার্ষিকী অনুষ্ঠান শুরুর আগেই এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভবনের অংশ ধসে বেসেমেন্টে পড়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লেরিসা স্টোন বলেন, পুরো ফ্লোরটি ধসে পড়ে। অনেকেই আহত হন। অনেকের রক্ত ঝরছে। আমার জুতাতেও রক্ত লেগেছিল।
ওই পার্টিতে থাকা লিরয় পিয়ারসন বলেন, সবাই লাফ দিচ্ছিল। বুঝতেই পারছেন এরপর কি হয়েছে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। ওখানকার সব মেয়ের মুখে রক্ত লেগেছিল।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের কতোজন শিক্ষার্থী আহত হয়েছেন তা শনাক্ত করার কাজ চলছে। অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী থাকলে তাদের জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এএইচ/এএটি