মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, একই সঙ্গে ৩টি ট্রেন এসে গিয়েছিল। এসময় ফুট ওভারব্রিজের উপরে হুড়োহুড়ি করে দু’জন মারা গিয়েছে। তবে এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
তাৎক্ষণিকভাবে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। এসময় আহতদেরও চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, সন্ধ্যা পৌনে ৬টা নাগাদ সাঁতরাগাছি স্টেশনে বেশ কয়েকটি একপ্রেস ট্রেন এসে দাঁড়ায়। কয়েকটি ট্রেন ছাড়বে বলেও দাঁড়িয়েছিল। ফলে প্রচুর যাত্রী একসঙ্গে ফুট ওভারব্রিজে উঠে পড়েন। সেই সময় পদপিষ্টের ঘটনা ঘটে। ১১ জনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৬টি প্ল্যাটফর্ম ও ২টি ফুট ওভার ব্রিজের মধ্যে একটা ফুট ওভারব্রিজেই সব ক’টা প্ল্যাটফর্মের মধ্যে সংযোগ রেখেছিলো এ স্টেশনে। দূর্ঘটনার সময় সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস, শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস, সাঁতরাগাছি-দিঘা প্যাসেঞ্জার এবং দু’টি লোকাল ট্রেন সাঁতরাগাছিতে এসে পৌঁছয়। অফিস ফেরত যাত্রীদের একটা বড় অংশও তখন ওই স্টেশনে ছিলেন। সব মিলিয়ে যাত্রীদের প্রবল ভিড় হয় ওই ফুট ওভার ব্রিজে। এরপর আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়।
বিস্তর ধাক্কাধাক্কিতে ব্রিজের উপরে পড়ে যান কয়েক জন। তার পর সেখানেই পদপিষ্ট হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা; অক্টোবর ২৪, ২০১৮
এইচএমএস/এমকেএম