ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাশোগি হত্যা ধামাচাপায় মন্দ কাজ করেছে সৌদি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
খাশোগি হত্যা ধামাচাপায় মন্দ কাজ করেছে সৌদি: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংবাদিক খাশোগি হত্যার বিষয়টি ধামাচাপা দিতে গিয়ে খুবই মন্দভাবে কাজ করেছে সৌদি।

মঙ্গলবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, খাশোগি ইস্যুটি গোপন করার জন্য খুবই দুর্বলভাবে কাজ করেছে রিয়াদ। কাজটি এতোটাই বাজে ছিল, যা গোপন করার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ঘটনা।

খাশোগি ইস্যুতে সৌদির সমালোচনা করলেও দেশটির কাছে অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করবেন না বলে ফের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, হত্যার পর সৌদির পক্ষ থেকে গোপন করার চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ধরনের ঘটনা উচিত নয়। এ ধরনের বাজে চিন্তা যারাই করুক না কেনো, তারা বড় বিপদে পড়বেন।

২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন খাশোগি। পরে সৌদি দাবি করে, কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে মারামারিতে প্রাণ হারিয়েছেন খাশোগি।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত খাশোগি ছিলেন বাদশাহ-যুবরাজসহ সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।