গরিমার বন্ধু মানভি দুয়া বলেন, এইতো মাত্র দু’দিন আগেই প্রথম শাড়ি পরে স্বামীকে দেখায় গরিমা। কী আবেগঘন সময় কাটছিল তার।
সোমবার (২৯ অক্টোবর) ১৮৯ আরোহী নিয়ে লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি সমুদ্রে বিধ্বস্ত হয়। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণের পরই বোয়িং-৭৩৭ ম্যাক্স-৮ প্লেনটি নিখোঁজ হয়ে যায়। এ ফ্লাইটের পাইলট ছিলেন ভাব্যি সুনেজা।
সুনেজা ও গরিমার পারিবারিক বন্ধু মানভি বলেন, সুনেজা আমাদের একটা পার্টির জন্য রেডি থাকতে বলেছিল। নভেম্বরের পাঁচ তারিখে দিল্লিতে আসার কথা ছিল তার। এটা সত্যিই অবিশ্বাস্য।
ভাব্যি সুনেজা পূর্ব দিল্লির ময়ূর বিহারের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় আহলকন পাবলিক স্কুলে পড়োশোনা করেন। পরে ২০১১ সালের মার্চে তিনি লায়ন এয়ারে যোগ দেন।
নভেম্বরের পাঁচ তারিখের জন্য আগ্রহভরে অপেক্ষা করছিল সুনেজা ও গরিমার বন্ধুরা। তারা সবাই মিলে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন।
সুনেজা ও গরিমার দাম্পত্য জীবন ছিল খুবই সুখের। তাদের বন্ধু নবীন বনসওয়াল বলেন, পরিবার থেকেই তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু দেখে কখনোই এটা মনে হতো না। তাদের যে মধুর সম্পর্ক ও বোঝাপড়া ছিল এটা দেখে যে কেউ ভাববে তারা ভালবেসে বিয়ে করেছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
এএইচ /