ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আন্দোলনের মুখে চাপে পড়েছেন জুমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

জোহানেন্সবার্গ: দক্ষিণ আফ্রিকার লেবার নেতারা রোববার দেশটির ক্ষমতাধর প্রেসিডেন্ট জেকভ জুমার ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে। দেশটিতে তিন সপ্তাহ ধরে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা এ হুমকি দিল।



জেকভের বিরুদ্ধে আন্দোলন জোরদার হয়েছে।

টায়ার মার্কেটের ইউনিয়নের নেতারা উচ্চ হারে মজুরির দাবিতে সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে। হাজার হাজার সশস্ত্রবাহিনীর সদস্যরাও আন্দোলনে নামার কথা ভাবছে।  

চলতি মাসে ১৩ লাখ সরকারি কর্মচারি ক্ষমতাগ্রহণের একবছরের মধ্যে জুমাকে চাপে ফেলে দেয়।
 
কোসাতুর দলের সেক্রেটারি জেনারেল জুইনিজিমা ভবি বলেন, ‘আমরা আর কোনো ভুল করতে চাইনা। ’

কোসাতু প্রেসিডেন্ট জুমাকে সমর্থন দিয়েছিলেন। পুননির্বাচনে জুমাকে জয়ী হতে হলে তার সাহায্যের প্রয়োজন।

ভিভা গত সপ্তাহে বলেছেন তারা এএনসির সঙ্গে জোট গঠনের বিষয়টি ভুলে যেতে চাইছে।    

পর্যবেক্ষকদের মতে জুমার এএনসি সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে শ্রমিকদের দাবি খুব দ্রুত মেনে নিতে হবে। এছাড়া জুমাও চাইছে আগামী সেপ্টেম্বর মাসে এএনসির দলের নীতি নির্ধারণী বৈঠকের আগে সকল সমস্যার সমাধান করতে।

বাংলাদেশ সময়: ১৯১১ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।