শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৬৩ তলা এই বিল্ডিংটি শহরের সবচেয়ে উঁচু ভবন।
ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। চলছে আগুন নেভানোর কাজ।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নির্মাণাধীন ওই বহুতলে কাজ চলছিল। বাইরের দিকে লাগানো ছিল নাইলনের নেট। এখান থেকেই আগুনের সূত্রপাত। আট তলায় আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতা পৌরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এপি/এএ