দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ বিষয়ে জানায়, প্রায় ৭১ কিলোমিটার দীর্ঘ এ রুটের সমুদ্রের তলদেশে টানেলের মাধ্যমে যুক্ত থাকবে ১৬ কিলোমিটারের বেশি পথ। এর ফলে আগে যেখানে সময় লাগতো ৯০ মিনিট, টানেল নির্মাণের পর তা কমে নেমে আসবে ৩০ মিনিটে।
আর দ্রুতগতির এ ট্রেনের ডিজাইন এমনভাবে করা হয়েছে যার গতি হবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার।
চীনে দ্রুতগতির ট্রেনের জন্য এখন পর্যন্ত ২৫ হাজার কিলোমিটার রেল লাইন তৈরি হয়েছে, যা বিশ্বের মোট দ্রুতগতির ট্রেনের জন্য নির্মিত পথের ৬০ শতাংশের বেশি।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
জেডএস