শনিবার (১ ডিসেম্বর) প্যারিসের চ্যাম্প এলিসিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিবিসি জানায়, সকালে হলুদ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করে।
দেশটিতে জ্বালানি তেলের দাম বাড়ায় যারা বিক্ষোভ করেছে তাদের জন্য লজ্জা বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বিক্ষোভের মুখেও জ্বালানি শুল্ক কমানো হবে না বলে সাফ জানিয়েছেন ম্যাক্রোঁ। তিনি বলেন, ফ্রান্সের ভবিষ্যত জ্বালানিশক্তির জন্য এই সিদ্ধান্ত কৌশলগত কারণে জরুরি। তবে এই শুল্ক কিভাবে আরোপ করা হবে সে বিষয়ে আলোচনার সুযোগ আছে।
সকালেই বিখ্যাত পর্যটন স্পট চ্যাম্পস এলিসি স্কয়ার ঘিরে ফেলে পুলিশ। বিক্ষোভকারীরা জড়ো হওয়ার আগেই সেখানে আসা পর্যটকদের তল্লাশি চালিয়ে ভেতরে প্রবেশ করতে দেয় পুলিশ। এসময় আশপাশের ব্যাংক, কফিশপ এবং অন্য দোকানপাট বন্ধ রাখা হয়।
প্রসঙ্গত, জ্বালানি তেলের ওপর শুল্ক আরোপের প্রতিবাদে গত ১৭ নভেম্বর থেকে বিক্ষোভ করে আসছে আন্দোলনকারীরা।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ১ ডিসেম্বর, ২০১৮
এসএইচএস/আরআর