ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
তুরস্কে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানি ২ ট্রেনের ধ্বংসাবশেষ, ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কে দ্রুতগতির ট্রেন দুর্ঘটনায় অন্তত নয়জন মারা গেছেন। এছাড়া আরও ৪৭ যাত্রী আহত হয়েছেন। সেইসঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইটি ট্রেনের অনেকাংশ বিধ্বস্ত হয়ে গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে দেশটির রাজধানী আঙ্কারাতে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তারা বলছেন, সকালে সিডিউল গোলযোগের কারণে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ লেগে যায়।

এতে নয় যাত্রী আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে আঙ্কারা-কনায়া রুটের ওই দুই ট্রেনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে, খবর পেয়ে তুর্কির স্থানীয় জরুরি নিরাপত্তা দানকারী প্রতিষ্ঠান, ফায়ার এবং ন্যাশনাল মেডিকেল রেসকিউ টিমগুলো ঘটনাস্থল পরিদর্শন করে।

তখন তারা সংবাদমাধ্যমকে বলে, সকাল ৬.৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।