ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময়, নিহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিবিনিময়, নিহত ১০ নিরাপত্তা বাহিনীর অভিযান, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলিবিনিময়ে এক সেনা সদস্যসহ ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন সাধারণ নাগরিক এবং তিনজন সন্ত্রাসী।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে রাজ্যটির দক্ষিণাঞ্চলের পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, তিন সন্ত্রাসী একটি ফুলের বাগানে লুকিয়েছিলেন।

তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধরতে অভিযানে নামে। একপর্যায়ে উভয়ের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। আর এতে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। যার প্রভাব পড়ে স্থানীয় নাগরিকদের ওপর।

জানা গেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে আগুন লেগে ছয় সাধারণ নাগরিক মারা গেছেন। এর মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তাদের নাম- আবিদ হোসাইন এবং আমির আহমেদ।

তবে প্রত্যক্ষদর্শীরা বলছে, নিহতদের মাথা ও বুকের মধ্যে গুলি লেগেছে। এছাড়া আগুনে দগ্ধও হয়েছেন বেশ কয়েকজন। সেইসঙ্গে যারা মারা গেছেন, তারা সবাই যুবক। আহতও আছেন বেশ কয়েক যুবক।

দেশটির পুলিশের একটি সূত্র বলছে, একটি বাগানে তিন স্থানীয় সন্ত্রাসীর খোঁজ পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযানে নামে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।