এদিকে ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝামাঝি সুন্দা প্রণালীতে অবস্থিত ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত অব্যাহত আছে। এর ফলে ফের সুনামির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, শনিবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে প্রদেশটিতে সুনামি আঘাত হানে।
সুনামিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। অধিকাংশ মৃত্যুর খবর এসেছে ইন্দোনেশিয়ার পান্দেগলাং, দক্ষিণ লামপাং ও সেরাং এলাকা থেকে। সুনামির আঘাতে কয়েকশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাটিতে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। এসব এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা সেখান থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে।
ইন্দোনেশিয়ান জিওফিজিক্যাল এজেন্সির (বিএমকেজি) ধারণা, এই সুনামির সৃষ্টি হয়েছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে সাগরতলে ভূমিধসের কারণে।
জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে সুন্দা প্রণালীই জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির উদগীরণের ফলে সমুদ্রতলে ভূমিকম্প হয়। আর এ থেকে সৃষ্ট সুনামি প্রায়ই দেশটিতে আঘাত হানে। গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার পালু শহরের বালারোয়া ও পেতোবোতে সুনামিতে অন্তত দুই হাজার মানুষের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
আরআর