সোমবার (২৪ ডিসেম্বর) সকালে দিল্লি থেকে হারিয়ানায় সংযুক্ত মহাসড়কের ঝাজ্জরের ফ্লাইওভারের কাছে এ ঘটনা ঘটে। এতে নিহত আটজনের মধ্যে সাতজনই নারী।
সংবাদমাধ্যম বলছে, ছবিতে দেখা গেছে- অনেকগুলো গাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। যা বুলডোজার দিয়ে সরিয়ে মহাসড়ক উন্মুক্ত করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার করণে সড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজট লেগেছে।
দুর্ঘটনায় যারা মারা গেছেন, তারা একটি এসইউভি কার নিয়ে ভ্রমণে যাচ্ছিলেন দিল্লির বাইরের নাজাফগার গ্রাম থেকে।
হারিয়ানার কৃষিমন্ত্রী ওএম প্রকাশ দানকর ঝাজ্জরের সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন, যেখানে এ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, রাজ্য সরকার ঘোষণা দিয়েছে, এ দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি করে দেওয়া হবে। আর আহতদের পরিবারকে এক লাখ রুপি করে সহায়তা দেবে সরকার।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
টিএ