ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে আবাসিক ভবনে আগুন লেগে নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
মুম্বাইয়ে আবাসিক ভবনে আগুন লেগে নিহত ৫ মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন (সংগৃহীত ছবি)

ভারতের মুম্বাইয়ের একটি আবাসিক বহুতল ভবনে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) মুম্বাইয়ের সবচেয়ে বড় উপশহর চেমবুরের একটি বহুতল ভবনে এ আগুন লাগে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আবাসিক এলাকার সারগাম সোসাইটির ‘বি’ ব্লকের ৩৫ নম্বর ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়।  

নিহতেরা হলেন সুনীতা যোশি (৭২), ভালচন্দ্র যোশি (৭২), সুমন শ্রীনিবাস যোশি (৮৩), সরলা সুরেশ গঙ্গার (৫২) ও লক্ষ্মীবেন প্রেমজি গঙ্গার (৮৩)

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটি থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পথে তাদের মৃত্যু হয়। এছাড়া আরেক বৃদ্ধ ও ফায়ার সার্ভিসের এক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের সময় এলপি গ্যাসের একটি সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া ওই সময় ভবনটির অগ্নিনির্বাপন ব্যবস্থাও কাজ করেনি।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।