ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে গুলিতে ৪ সন্ত্রাসী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
কাশ্মীরে গুলিতে ৪ সন্ত্রাসী নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতা, ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। আর এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার সন্ত্রাসী নিহত হয়েছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে ভারত নিয়ন্ত্রিত রাজ্যটির পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমকে দেশটির পুলিশ জানায়।

পুলিশ বলছে, কাশ্মীরের দক্ষিণাঞ্চলের পুলওয়ামা জেলার হানজান এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি বুঝতে পেরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে নামেন।

পরে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন সন্ত্রাসীরা। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি শুরু করেন। তখন গুলিতে চার সন্ত্রাসী নিহত হন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।