ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালিতে সামরিক বাহিনীর হামলায় নিহত ৩৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
মালিতে সামরিক বাহিনীর হামলায় নিহত ৩৭ মালির সামরিক বাহিনীর সদস্যদের তৎপরতা, ছবি: সংগৃহীত

ঢাকা: মালিতে সামরিক বাহিনীর সদস্যদের হামলায় ফুলানি জাতিগোষ্ঠীর ৩৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০১ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে, যেখানে জাতিগত সহিংসতার কারণে গত বছর শত শত মানুষ মারা যায়, সেখানে এ ঘটনা ঘটে।

দেশটির সরকার বলছে, মালির মোপতির কৌলোগন গ্রামে এ হামলা হয়েছে।

আর এতে ৩৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশুও রয়েছে।

সংবাদমাধ্যম বলছে, পার্শ্ববর্তী শহর বানকাসের মেয়র মৌলাগি গুইনদো জানিয়েছেন, ইংরেজি নতুন বছরের প্রথম ফজরের আজানের সময় কৌলোগনের ফুলানি অংশে হামলাটি শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।